ফ্যাশন ও জুয়েলারী ডিজাইনার মাধুরী সঞ্চিতা স্মৃতি’র প্রথম একক জুয়েলারী প্রদর্শনী । প্রাকৃতিক উপাদান,বিভিন্ন গাছের বীজ, মাটি, কাঠ, ঝিনুক, কড়ি, শঙ্খ, লোহা, তামা, পিতল,সোনা, রূপা,মুক্তা দিয়ে বানানো সকল ব্যাতিক্রমি গহনার প্রদর্শনী, ১লা জুলাই শুক্রবার বিকেল ৫ টা ৩০ মিনিটে উদ্বোধন হবে, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, বাড়ি -২৬, ধানমন্ডি -৩ ঢাকা ঠিকানায়।
চামড়ার পণ্যে তেল ব্যবহার এর ক্ষেত্রে নারিকেল বা অলিভ অয়েল হালকা করে ব্যবহার করতে পারেন । ট্যানারির ব্যবসায়ীরা এক্ষেত্রে সাধারণত নারিকেল তেল ব্যবহার করে থাকে ।
১৯৭৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। একুশে পদক বাংলাদেশের সবচেয়ে …