জামদানি শাড়ি বিভিন্ন ধরণ

জামদানি শাড়ি বিভিন্ন ধরণ

কাউন্ট দিয়ে সুতার মান বোঝানো হয়ে থাকে । যে সুতার কাউন্ট যত বেশি, সেই সুতা তত চিকন হয়ে থাকে ।জামদানি শাড়ির সুতার কাউন্ট সাধারনত ৩২ থেকে ২৫০ কাউন্টের হয়ে থাকে । 

জামদানি শাড়ি বিভিন্ন ধরণ -এর হয়ে থাকে । তবে জামদানি শাড়ির আদি ভাব এবং শাড়ির উপাদান অনুযায়ী জামদানি শাড়ি ৩ ধরনের পাওয়া যায় ।

যেমন : সিল্ক জামদানি, হাফ সিল্ক জামদানি এবং কটন জামদানি । আবার এ সব জামদানির বিভিন্ন কাউন্ট এর হয়ে থাকে । যার উপর নির্ভর করে জামদানির মান  ।

কাউন্ট দিয়ে সুতার মান বোঝানো হয়ে থাকে । যে সুতার কাউন্ট যত বেশি, সেই সুতা তত চিকন হয়ে থাকে ।

ভালো মানের জামদানি কাজ অনেক সুক্ষ্য হয়ে থাকে , কারন চিকন সুতা দিয়ে অনেক সুক্ষ সুক্ষ নকশা তোলা হয় ।

জামদানি শাড়ির সুতার কাউন্ট সাধারনত ৩২ থেকে ২৫০ কাউন্টের হয়ে থাকে । 

তবে মেশিনের বোনা জামদানি শাড়ি গুলো ২৪ থেকে  ৪০ কাউন্টের হয়ে থাকে । তাই শাড়ি গুলো মোটা এবং খসখসে হয়।

জামদানি শাড়ি বিভিন্ন ধরণ

জামদানি শাড়ি  বিভিন্ন ধরণ  

Different Types of Jamdani

.

ফুল-সিল্ক জামদানি : ফুল-সিল্ক জামদানি শাড়ির টানার সুতা, ভরনার  সুতা এবং শাড়ির উপরের নকশা সবই রেশম / সিল্ক  হয়ে থাকে ।

.

 হাফ সিল্ক জামদানি শাড়ি  : হাফ সিল্ক শাড়ির টানার সুতা রেশমের হয়ে থাকে  এবং  ভরনার  সুতা কটন এর । আর  কটন সুতা দিয়ে  নকশা তোলা হয় ।

.

ফুল কটন জামদানি শাড়ি : ফুল কটন শাড়িতে টানার সুতা, ভরনার  সুতা, নকশা সবই কটনের হয়ে থাকে । এই সুতি সুতাটা তৈরি হয় কার্পাস তুলা থেকে।

.

বাজারে আরো এক ধরণের জামদানী পাওয়া যায়, এগুলো কে বলা হয় নাইলন জামদানী। নাইলনের জামদানিতে নাইলন টানার সাথে ভরনা  আর নকশা,  নাইলন বা কটন দুটাই হতে পারে।

নাইলন আর রেশমে দেখতে খুব বেশি পার্থক্য বুঝা যায় না। খুব পাকা জামদানি ব্যাবসায়ী না হলে ধরা সম্ভব না যে  কোনটা রেশমের জামদানি আর কোনটা নাইলনের জামদানি।

.

সমৃদ্ধকরন :

  • কাউন্ট দিয়ে সূতার মান বোঝানো হয়।
  • সুতার কাউন্ট যত বেশি, সেই সুতা তত চিকন হয়ে থাকে ।
  • জামদানি শাড়ির সুতার কাউন্ট সাধারনত ৩২ থেকে ২৫০ কাউন্টের হয়ে থাকে । 
  • শাড়ির উপাদান অনুযায়ী জামদানি শাড়ি ৩ ধরনের পাওয়া যায় ।
  • মেশিনের বোনা জামদানি শাড়ি গুলো ২৪ থেকে  ৪০ কাউন্টের হয়ে থাকে


জামদানি সম্পর্কে বিস্তারিত জানতে :

জামদানি নকশার উৎস

হস্ত ও কারুশিল্প মানচিত্র | ঢাকা বিভাগ

জামদানি বুননের কৌশল ও প্রক্রিয়া

জামদানি তৈরির বিভিন্ন স্তর

জামদানি তৈরিতে প্রয়োজনীয় সরঞ্জাম

জামদানি তাঁতে বসার দোয়া

জামদানি হাট

আসল জামদানি শাড়ি চেনার উপায়

জামদানি শাড়ি কিভাবে কাটা করা হয় ?

অঞ্জন’স জামদানি বিপণন ও প্রদর্শনী

জামদানি নকশা সংরক্ষণ

International Weavers Festival | বুনন উৎসব ২০১৬

https://www.facebook.com/bdfashionarchive/


এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আরও পড়ুন

fashion content writer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Instagram did not return a 200.
Social media & sharing icons powered by UltimatelySocial
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!