ফ্যাশন, স্টাইল কিংবা সৌন্দর্যবোধ, ট্রেন্ড প্রায়শই আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি। শুনতে শুনতে আমরা অভ্যস্ত। এই অভ্যস্ততার কারনে কারো নামের সাথে আমরা হরহামেশা এই শব্দগুলো বিশেষণ হিসাবে জুড়ে দেই। যেমন, লোকটি অনেক ফ্যাশনেবল, মেয়েটি অনেক স্টাইলিশ, ওর ড্রেসটা দেখেছিস! অনেক ট্রেন্ডি। তবে ট্রেন্ডে নিজেকে ধরে রাখতে হলে জানতে হবে সমসাময়িক ফ্যাশন হালচাল, তবেই তো –
আসলে শব্দগুলো কি আলাদা আলাদা নাকি সমষ্টিগত ভাবে কোন একটা ধারার প্রকাশ। ফ্যাশন/শিল্প -ই বা কি? ফ্যাশন ইন্ডাস্ট্রিতে বয়ে চলা শব্দগুলো জানার চেষ্টা করব এই সেগমেন্টে। ফ্যাশন বার্তা | Fashion Statement -এ
faux pas
ফো পা থেকে
মেইন স্ট্রিম ফ্যাশন
ফ্রেঞ্চ ভাষায় ‘ফো পা’। ইংরেজিতে ‘ফলস স্টেপ’। এই ফো পা যখন ফ্যাশন-দুনিয়ার অংশ হয়ে যায়, তাকে বলে ‘ফ্যাশন ফো পা’।
ফ্যাশনের দুনিয়ায়, ফো পা বলতে সেইসব ভুলগুলিকে বোঝানো হয়, যা অনেক সময় ব্যক্তির নিজস্ব স্টাইল স্টেটমেন্টের বিপরীতে গিয়ে একটা নেতিবাচক প্রভাব ফেলে। যেমন, কোনো বড় অনুষ্ঠানে খুবই সাধারণ পোশাক পরা, বা কোনো কালার কম্বিনেশনের ভুল যা একে অপরের সাথে একদমই বেমানান।
এসব ভুল কিংবা খেয়ালিপনা কিংবা নিয়মের বাইরে গিয়ে নিজের মতো সিদ্ধান্ত নিয়ে যখন কোন একটা ধারা তৈরি করা হয়, তাই এক সময় মুল ধারার ফ্যাশন হয়ে উঠতে পারে।
যেমন-
লেয়ারিং উইদাউট আয়রন, দৃশ্যমান অন্তর্বাস কিংবা ইনারের সঙ্গে আউটফিট রঙের তারতম্য, পোশাকে দাগ, আনপ্রফেশনাল লুক, ফ্যাব্রিকে ছিদ্র কিংবা দুই পায়ে দুই কালার মোজা—এসবই ফ্যাশন ফো পা হিসেবে গেড়ে বসে।
তবে ফ্যাশন জগতের বাইরেও “ফো পা” শব্দটি সমাজে ব্যবহৃত হয়, যখন কেউ অজান্তে বা অসাবধানতায় এমন কিছু করে ফেলে যা সামাজিক শিষ্টাচার অনুযায়ী ঠিক নয়। অথ্যাত কোনো আচরণ বা মন্তব্য যদি ভদ্রতা বা সামাজিক দৃষ্টিকোণ থেকে ভুল হিসেবে ধরা পড়ে, তবে সেটাই সামাজিক ফো পা।
উদাহরণ হিসেবে, কারো নাম ভুলভাবে উচ্চারণ করা বা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে দেরি করে পৌঁছানোকে ফো পা হিসেবে গণ্য করা যেতে পারে।
ফ্যাশন হোক বা সাধারণ সামাজিক মেলামেশা—ফো পা এড়ানো মানেই নিজেকে সামাজিক রীতিনীতির সাথে সঠিকভাবে মানিয়ে নেওয়া।
crew socks
ক্রু সকস
ক্রু শকস্ (Crew Socks) হলো এমন এক ধরনের মোজা যা সাধারণত গোড়ালির ওপরে এবং পায়ের মাঝামাঝি অংশ পর্যন্ত উঠে আসে। এগুলো মূলত খেলাধুলায় ব্যবহার করা হলেও ফ্যাশনে এটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।
ক্রু সকস যা জেন-জিদের কাছে নতুন ফ্যাশন স্টেটমেন্ট। দৈর্ঘ্যে লম্বা এই মোজাগুলো নানা ডিজাইনের হয়ে থাকে। চাইলে পোশাকের সঙ্গে মিক্স বা ম্যাচ করে পরা যায়। যদিও মিলেনিয়ালদের এখনও পছন্দ অ্যাংকেল সকস বা গোড়ালি বরাবর মোজা গুলো।
ক্রু শকস্ এর ফ্যাশনে প্রভাব
স্ট্রিটওয়্যার ট্রেন্ড: স্ট্রিটওয়্যারের সাথে ক্রু শকস্ অনেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্নিকার্স, স্লাইড, এবং স্যান্ডেলের সাথে এই মোজাগুলো পরা হয়, যা সাধারণ ফ্যাশনের মধ্যেও কুল লুক প্রদান করে।
রেট্রো স্টাইল: ৯০-এর দশকের ফ্যাশন পুনরায় ফিরে আসার সাথে সাথে ক্রু শকসের ব্যবহার বেড়েছে। হাই ওয়েস্টেড জিন্স, শার্ট, এবং রেট্রো স্পোর্টসওয়্যারের সাথে এটি পরা একটি জনপ্রিয় ট্রেন্ড।
ব্র্যান্ডিং: অনেক বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড (যেমন Nike, Adidas, Puma) ক্রু শকসে তাদের লোগো বা ডিটেইল যুক্ত করে, যা ফ্যাশনে একটা বিশেষ স্টেটমেন্ট তৈরি করে। ব্র্যান্ডেড ক্রু শকস জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এগুলো সাধারণত এক্সক্লুসিভ এবং ট্রেন্ডি।
ক্রু শকস্ শুধু ফ্যাশনের জন্য নয়, ফাংশনাল দিক থেকেও জনপ্রিয়। এগুলো আরামদায়ক, এবং বিভিন্ন পরিস্থিতিতে পরা যায়। কাজের জুতা, স্পোর্টস শু, বা সাধারণ ক্যাজুয়াল আউটফিটেও ক্রু শকস মানানসই।
অনেক জেন–জিদের কাছে মোজা এখন আর কোনো অনুষঙ্গ নয়। একটি আলাদা পোশাক হয়ে দাঁড়িয়েছে। যা বিভিন্ন ধরনের আউটফিট এবং স্টাইলের সাথে মিশে যাচ্ছে।

CORDUROY SHIRT
কর্ডুরয় শার্ট
কর্ডুরয় শার্ট যেটাকে সহজেই আমরা ’ কর্ড ‘ শার্ট বলে থাকি। কর্ড এক ধরনের উইভিং টেকনিক যা কাপড় বোনার পর কাপড়ে ঢেউয়ের মত ফিল তৈরী হয়। বলা হয়ে থাকে কর্ডুরয় শব্দের উৎপত্তি ফরাসি কর্ড ডু রোই, “কিংস কর্ড” থেকে এসেছে। কিন্তু ফ্যাশন বোদ্ধারা ”কর্ডুরয় শব্দের উৎপত্তি ফরাসি” থেকে এই দাবিটি মানতে নারাজ। কর্ড কাপড়ের বিশেষ বয়নপদ্ধতির কারনেই এর নামকরন।
সত্তর দশকের ফ্যাশনের পুনরাবৃত্তি মানেই কর্ডুরয় শার্ট ফিরে আসবেই। হালকা শীতের জন্য কর্ডুরয় শার্ট আপনাকে একটা ইস্টাইলিশ ভাইব দিবে। যা আপনাকে করবে সবার থেকে আলাদা।
কর্ডুরয় শার্ট সাধারনত টি-শার্টের উপরে পরা হয়। যেটা আপনাকে ফ্যাশনেবল করে তুলবে। এছাড়া ডেনিমের সাথে শুধু শার্ট ও পরতে পারেন।
image source | LE REVE wear your dreams

Layering jackets
লেয়ারিং জ্যাকেট |
আপনার লেবেল আপ তখনই হবে যখন আপনার লেয়ার আপ হবে।
এবারের শীতের ফ্যাশন স্টেটমেন্ট অনেকটা এরকমই। অর্থাৎ আপনার বডিকে যে কোনো সাধারন পোশাকে ঢেকে তার উপর আর একটা লেয়ার জুড়ে দিলেন, তো হয়ে গেলো? বিষয়টা এরকমই। তবে একটু মাথা খাটাতে হবে কোন কালার পোশাকের সাথে, উপরের লেয়ার কোন কালার এ খেলা হচ্ছে।
ফ্যাশন বোদ্ধাদের মতে এই পোশাকের লেয়ার, আপনার ভিতরের চিন্তা ভাবনা এবং আবেগের নান্দনিক বহিঃপ্রকাশ।
: image source | Sailor – Sailing Life

co-ord sets
কো-অর্ড সেট
কো-অর্ড সেট শুধু মাত্র মেয়েদের ফ্যাশন স্টেটমেন্ট নয়
এটি এমন একটি পোশাক, যা একই রং এবং প্রিন্টের কাপড় দিয়ে তৈরি। ম্যাচিং আপার ও বটমের সমন্বয়। মুলত কো-অর্ডের সেট একসঙ্গে পরার জন্যই ডিজাইন করা হয়। তাতে সুবিধে হলো কালার ম্যাচিং বা স্টাইল এর জন্য আলাদা করে চিন্তা করতে হয় না। এ বছর পোশাকের ফ্যাশনধারায় জনপ্রিয় এক স্টাইল ছিলো কো-অর্ড সেট বা কো-অর্ডিনেট সেট। সামার ফ্যাশনে এর জনপ্রিয়তা থাকলেও শীত ফ্যাশন ধারায় হারিয়ে ফেললে চলবে না। এবং সেটা ছেলেদের ফ্যাশনে আসলে আসবে নতুনত্ব।
:image source | Klubhaus
আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা

Flannels Shirts
ফ্লানেল শার্ট
আপনার টেষ্ট ক্লাসিক, কিন্তু আপনার ওয়ারড্রবে ফ্লানেল শার্ট নেই! এটা যেনো কেউ জানতে না পারে।
আমাদের মৃদু শীতে ক্লাসিক ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে ফ্লানেল শার্ট প্রথম কাতারে। ঐতিহ্যগতভাবে চেক ফ্লানেল কাপড়ে তৈরি হয় এ শার্ট। এর ট্রেন্ড কখনোই পুরোনো হয় না। আমাদের শীত আসছি আসিছ করছে। এ সময় একটি সাদা টি শার্ট এর উপরে আপনার পছন্দ মত ফ্লানেল চেক শার্ট আপনাকে দিবে ফ্রেস একটা লুক। ফ্যাশনে আছে মেয়েদের ফ্লানেল লং কোট যা দিবে আপনাকে কনটেম্পোরারি লুক
image source | Klubhaus

হুডি | Hoodie
বেশ ঠান্ডা, কান ঢাকতে মাফলার, হাতে গ্লাভস, গায়ে সোয়েটার? একদম না। একটা হুডি সব সমস্যার সমাধান। হুডি থাকলে ঠান্ডায় বারতি পোশাকের ঝামেলাও কমবে আবার ফ্যাশনও হবে।
ফ্যাশনে হুডির জনপ্রিয়তা বেশ তুঙ্গে। বিশেষ করে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী বা তরুণরা শীতের পোশাক হিসেবে হুডি পোশাকটাকে বেশি বেছে নিচ্ছেন। হুডিকে ইউনিসেক্স পোশাক বলা যায়।
হিপ-হপ কালচার থেকেই মূলত হুডির জনপ্রিয়তা বাড়ে। সত্তর দশকের দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে হিপ-হপ কালচারের প্রচলত শুরু হয়। সেই সময়ের তরুণেরা ভিন্নধর্মী পোশাক হিসেবে হুডি গ্রহণ করে। বিশেষ করে হলিউড ব্লকবাস্টার ‘রকি’ সিনেমাটিতে হুডিকে স্টাইলিশভাবে উপস্থাপন করা হয়; যা হুডির জনপ্রিয়তার অন্যতম কারণ।
ফ্যাশনের প্রয়োজনে এখন বিভিন্ন ধরনের হুডি পাওযায়। যেমন পুলওভার হুডি, জিপ–আপ হুডি, ফিটেড হুডি, কালার ব্লক হুডি, রেগুলার হুডি, স্লিভলেস হুডি, ক্রপড হুডি, ওভারসাইজড হুডি, অ্যাথলেটিক হুডি
image source | Freeland

ডাবল ডেনিম | Double Denim
’সব জিনসই ডেনিম, কিন্তু সব ডেনিম জিনস নয়’
ডেনিম আর জিনস এর গোলমাল পাকানোটা যদি ট্রেন্ডিং এ চলে আসে! তবে কিন্তু কাউকে গ্রামারে আটকাতে পারবেন না। একটা সময় ছিলো যখন ডেনিম বলতেই জিনস বুজতো। আর যখন থেকে ডেনিমের শার্ট, জ্যাকেট এর ট্রেন্ড শুরু হয় তখন হয়ে যায় জিসন এর জ্যাকেট। কিংবা জিনসের শার্ট। গোলমেলে অবস্থা।
ব্যাপারটা অনেকটা ‘সব জিনসই ডেনিম, কিন্তু সব ডেনিম জিনস নয়’-এর মতো। তাই কখনো জিনসের শার্ট, জ্যাকেট হয় না। ডেনিমে ফেব্রিক্স এর শার্ট, প্যান্ট এবং জ্যাকেট হয়।
ডেনিম ফেব্রিক্স দিয়ে শার্ট, প্যান্ট কিংবা জ্যাকেট এর গন্ডি পেরিয়ে অনেক ধরনের পোশাকের ব্যাবহার সে নব্বই দশক থেকেই প্রভাব ফেলেছে। ডেনিম ফেব্রিক্স বানানো হয় নানা ডিজাইনের স্কার্ট ড্রেস, জাম্পস্যুট, টপস, কুর্তা এমনকি জুতাও। আছে ক্যাজুয়াল ব্যাগ, ট্রাভেল ব্যাগ এর মত অনুষঙ্গগুলো।
২০২৩-এ এসে ফ্যাশন স্টেমেন্ট এ ডবল ডেনিমের প্রভাব দেখা যাচ্ছে। তাই এই হালকা শীতে কী পরবেন, কোন কালার এর সাথে কোন কালার মেচিং করবেন তা ভেবে ঠিক করতে না পারলে, চোখ বন্ধ করে বেছে নিন ডবল ডেনিম। অর্থ্যাৎ ডেনিমের সাথে ডেনিম। কারণ, ফ্যাশনে ‘ডেনিম ইজ অলওয়েজ আ গুড আইডিয়া’।
ফ্যাশন ইতিহাসে ডাবল ডেনিম মোমেন্ট নামে একটা অধ্যায় আছে। যে অধ্যায়ে সত্তর-আশির দশকের ফ্যাশন স্টেটমেন্ট পুরোপুরি ভাবে প্রভাব ফেলে। লেট নাইন্টিজে এএমএ অ্যাওয়ার্ড (American Music Awards ) ইভেন্টে-এ ব্রিটনি স্পিয়ার্স এবং জাস্টিন টিম্বারলেকে দেখা যায় ডাবল ডেনিম লুকে। ফুল লেন্থ ডেনিম গা্উন আর ডেনিম স্যুটের সেই মুহুর্ত, পুরো রেড কার্পেট চলে যায় তাদের নিয়ন্ত্রনে। সেই মুহুর্তকে ফ্যাশন দুনিয়া মনে রেখেছে ডাবল ডেনিম শিরোনামে।
আশির দশকে কুল লুক মানেই হলো এসিড ওয়াশ প্যান্টের সাথে ওভারসাইজড জ্যাকেট। যা আবার ২০২৩/২৪ এর ট্রেন্ডিং ।
image source | Raw Nation
“Denim on denim on denim on denim that will never be forgotten!”
-Musician John Legend


Turtleneck
টার্টল নেক |
টার্টল নেক হলো এমন একধরনের আউটফিট বা প্যাটার্ন যা আপনার অনেকটা গলার অংশ ঢেকে রাখতে সাহায্য করে। এটা অবশ্যই কোন পোশাকের নেকলাইনের বারতি অংশ যা ফোল্ড করে কিংবা ফোল্ড ছাড়াই গলা ঢেকে রাখবে। কচ্ছপের মাথার অংশ অনেকটা এরকম ফোল্ড থাকে বলেই এর নাম টার্টল নেক। এটা মুলত শীতের পোশাক যা সিঙ্গেল ও পরা যায়, কিংবা সোয়েটার এর সাথেও পড়তে পারবেন। টার্টল নেক শীতের আরামদায়কের সাথে সাথে ফ্যাশন স্টেমেন্ট এ পরিনত হয়েয়েছে।
যারা এই শীতে শাড়ি পরে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করার চিন্তা করছেন। শাড়ির সাথে সাল কিংবা কার্ডিগেন না নিয়ে সাহস করে টার্টলনেক প্যাটার্নের ব্লাউজ পড়তে পারেন। আপনাকে বেশ স্টাইলিশ লাগবে। বলা হয় যে টার্টলনেক পোশাক হল একটি ফাঁকা ক্যানভাসের মতো। সেটাকে যেমন খুশি সাজানো যায়। আপনি সহজেই শাড়ির সাথে মানানসই নেকলেস পরতে পারবেন।
image source: Ecstasy
ফ্যাশন/শিল্প কি?
উইকিপিডিয়া তথ্য অনুসারে ফ্যাশন হল একটি নির্দিষ্ট সময় ও স্থানে এবং একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে কারো পোশাক, জুতা, চুলের স্টাইল, মেকআপ এবং আনুষাঙ্গিক দ্বারা তার নিজস্ব একটা রুপের বহিঃপ্রকাশ।
ফ্যাশন কি তার সহজ উত্তর দেয়া বেশ কঠিন। অ্যাকাডেমিক ভাবে সমষ্টটিগত একটা উত্তর দেয়া যেতেই পারে। কিন্তু আমার কাছে ফ্যাশন মানে হল শিল্প। যা প্রতিটা মানুষ তার নিজ নিজ রুচিবোধ দিয়ে এক একটা শিল্প গড়ে সবার সামনে নিয়ে আসে।
মানুষের বয়স, রুচিবোধ, পছন্দ অপছন্দ, লাইফস্টাইল এর উপর নির্ভর করে একেকজনের ফ্যাশন/শিল্প একেক রকম হবে এটাই স্বাভাবিক। আবার কিছু মানুষের ফ্যাশন/শিল্প পুরোপুরি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। অথ্যাত কোন বিষেশ স্টাইল যদি নিদৃষ্ট কিছু মানুষ দ্বারা গ্রহণযোগ্যতা পায় এবং তা অন্যকে প্রভাবিত করে তবে সেটাও ফ্যাশন/শিল্প।

ফ্যাশন মানে হল শিল্প
ফ্যাশনের গুরুত্ব
উইকিপিডিয়া তথ্য অনুসারে ফ্যাশন হল একটি নির্দিষ্ট সময় ও স্থানে এবং একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে কারো পোশাক, জুতা, চুলের স্টাইল, মেকআপ এবং আনুষাঙ্গিক দ্বারা তার নিজস্ব একটা রুপের বহিঃপ্রকাশ।
ফ্যাশন কি তার সহজ উত্তর দেয়া বেশ কঠিন। অ্যাকাডেমিক ভাবে সমষ্টটিগত একটা উত্তর দেয়া যেতেই পারে। কিন্তু আমার কাছে ফ্যাশন মানে হল শিল্প। যা প্রতিটা মানুষ তার নিজ নিজ রুচিবোধ দিয়ে এক একটা শিল্প গড়ে সবার সামনে নিয়ে আসে।
মানুষের বয়স, রুচিবোধ, পছন্দ অপছন্দ, লাইফস্টাইল এর উপর নির্ভর করে একেকজনের ফ্যাশন/শিল্প একেক রকম হবে এটাই স্বাভাবিক। আবার কিছু মানুষের ফ্যাশন/শিল্প পুরোপুরি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। অথ্যাত কোন বিষেশ স্টাইল যদি নিদৃষ্ট কিছু মানুষ দ্বারা গ্রহণযোগ্যতা পায় এবং তা অন্যকে প্রভাবিত করে তবে সেটাও ফ্যাশন/শিল্প।
শুধু নিজেকে অন্যের নিকট আর্কষনীয় করে তোলাই নয় সাথে সাথে নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য অন্যের নিকট তুলে ধরা -ও ফ্যাশনের গুরুত্বপূর্ন বিষয়।
ফ্যাশন কি কিংবা ফ্যাশনের গুরুত্ব নিয়ে আলোচনা কোনো ইতি নাই। বরং আমরা এখানে ফ্যাশনের সাথে জড়িত কিছু টার্মস নিয়ে আলোচনা করব। এবং প্রতিনিয়ত এর আপডেট করার চেষ্টা থাকবে ।
facebook page : Bangladesh Fashion Archive