সাবব্র্যান্ড ওয়েস্ট রঙ
রঙ বাংলাদেশের সাবব্র্যান্ড ওয়েস্ট রঙ আর রঙ জুনিয়র এর পোশাকেও রয়েছে বসন্তের আমেজ। রয়েছে শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রি-পিস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পায়জামা, মগসহ অন্যান্য সামগ্রী। বাচ্চাদের জন্যে রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, ড্রেস, স্কার্ট। রয়েছে পরিবারের সবার জন্যে একই ধরনের ম্যাচিং পোশাক। বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পড়ে উদযাপন করতে পারবে এবারের বসন্ত উৎসব।
রঙ বাংলাদেশের পাওয়া যাবে –
রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাহিরের সকল আউটলেটেই পাওয়া যাচ্ছে বসন্ত উৎসবের আয়োজন। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে বসন্ত উৎসবের পণ্য ক্রয়ে ভিজিট করুন www.rang-bd.com অথবা রঙ বাংলাদেশের ফেসবুক পেজ Rang Bangladesh রঙ বাংলাদেশ । অনলাইন কেনাকাটার জন্যে রঙ বাংলাদেশ এর হোয়াটস্ অ্যাপ সম্বলিত 01799998877 নম্বর এবং যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01777744344 হটলাইনে।
আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️

বসন্ত উৎসবে রঙ বাংলাদেশ
bdfashion archive“পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনেকুহু কুহু শোনা যায়, কোকিলের কুহুতান,…

ঋতুরাজ বসন্ত আজ বাসন্তী সাজে
bdfashion archive