RANG BANGLADESH BOSHONTO UTSHOB X BFA X FXYZ V2

বসন্ত উৎসবে রঙ বাংলাদেশ

“পলাশেরও নেশা মাখি চলেছি দুজনে  
বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে
কুহু কুহু শোনা যায়, কোকিলের কুহুতান, বসন্ত এসে গেছে…

RANG
BANGLADESH

জনপ্রিয় এই বাংলা গান যেমন বসন্তের আগমনী বার্তা ছড়িয়ে দেয় চারিদিকে, একইভাবে প্রতি বছর বসন্ত উৎসবের রঙকে আরও রঙিন করে তুলতে বাংলাদেশের অন্যতম ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’ও যেন ফ্যাশনপ্রিয় মানুষকে রাঙিয়ে তুলবার বার্তা ছড়িয়ে দিতে চায় তাদের নতুন ডিজাইনের বৈচিত্র্যময় পোশাকে। ফ্যাশন সচেতন মানুষ তো তাকেই বলা যায়, যে মানুষ সময়ের সকল রঙকে ধারণ ও বহন করে চলে, রঙ বাংলাদেশ এই সময়টাকেই তুলে আনতে সচেষ্ট থাকে তাদের সকল পণ্যের মধ্য দিয়ে।

আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য যে, থিম ভিত্তিক কাজ করার ব্যতিক্রমী আইডিয়া রঙ বাংলাদেশ এর পোশাককে বাজারের আর দশটা পোশাক থেকে ভিন্নতা এনে দিয়েছে। দেশীয় সংস্কৃতির সঙ্গে আন্তর্জাতিক মেলবন্ধনের প্রচেষ্টাও প্রশংসাযোগ্য। যেমন বসন্ত বাঙালির অন্যতম উৎসব, আর সেই উৎসবের পোশাক ডিজাইনে এবার তারা থিম হিসবে ব্যবহার করেছে ‘আমেরিকান নেটিভ পটারি’ বা আমেরিকান আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন নকশাকে, যা সেই অঞ্চলে মূলত মৃৎশিল্পের নকশা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, নির্দ্বিধায় এই আইডিয়া অনন্য সংযোজন।

সাবব্র্যান্ড ওয়েস্ট রঙ

রঙ বাংলাদেশের সাবব্র্যান্ড ওয়েস্ট রঙ আর রঙ জুনিয়র এর পোশাকেও রয়েছে বসন্তের আমেজ। রয়েছে শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস, রেডি ব্লাউজ, সিঙ্গেল ওড়না, আনস্টিচড থ্রি-পিস, টিউনিক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পায়জামা, মগসহ অন্যান্য সামগ্রী। বাচ্চাদের জন্যে রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, ফ্রক, ড্রেস, স্কার্ট। রয়েছে পরিবারের সবার জন্যে একই ধরনের ম্যাচিং পোশাক। বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পড়ে উদযাপন করতে পারবে এবারের বসন্ত উৎসব।

রঙ বাংলাদেশের পাওয়া যাবে –

রঙ বাংলাদেশ এর ঢাকা ও ঢাকার বাহিরের সকল আউটলেটেই পাওয়া যাচ্ছে বসন্ত উৎসবের আয়োজন। এছাড়া অনলাইন প্ল্যাটফর্মে বসন্ত উৎসবের পণ্য ক্রয়ে ভিজিট করুন www.rang-bd.com  অথবা রঙ বাংলাদেশের ফেসবুক পেজ Rang Bangladesh রঙ বাংলাদেশ । অনলাইন কেনাকাটার জন্যে রঙ বাংলাদেশ এর হোয়াটস্ অ্যাপ সম্বলিত 01799998877  নম্বর এবং যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন 01777744344 হটলাইনে।

RANG BANGLADESH BOSHONTO UTSHOB X BFA X FXYZ V2


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!