উকিল মুনশি Wakil munshi x bfa x fxyz

উকিল মুন্সী | Wakil Munshi

আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়;, সুয়া চান পাখি; পুবালি বাতাসে আমি বাদাম দেইখ্যা চাইয়া থাকি, আমার নি কেই আসেরে; উকিল মুন্সীর উল্লেখযোগ্য জনপ্রিয় গান

Wakil
Munshi

মরমী গানের পথিকৃৎ: উকিল মুন্সীর জীবন ও সাধনা

উকিল মুন্সী বাংলাদেশের লোকসংগীত জগতের এক বিশিষ্ট নাম। তিনি মূলত একজন বাউল শিল্পী, যিনি তার মরমী গানের জন্য পরিচিত। তার গানের মধ্যে জীবনের গভীর দর্শন, আধ্যাত্মিকতা এবং মানবতার বার্তা প্রতিফলিত হয়। উকিল মুন্সীর সৃষ্টিগুলো গ্রামীণ সমাজের সুখ-দুঃখ, প্রেম-বিরহ এবং আধ্যাত্মিক চিন্তাধারাকে তুলে ধরে।

নেত্রকোণা জেলার খালিয়াজুড়ির নূরপুর বোয়ালীগ্রামে ১৮৮৫ সালের ১১ জুন একটি ধনাঢ্য মুসলিম পরিবারে উকিল মুন্সী জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম আব্দুল হক আকন্দ। তার পিতার নাম গোলাম রসুল আকন্দ ও মাতা উকিলেন্নেসা। শৈশবে তিনি ঘেটুগানে যোগ দেন। পরে গজল ও পরিণত বয়স থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত বাউল সাধনায় লিপ্ত থাকেন।

তার গজল গানের সূত্রপাত হয় তরুণ বয়সে। তার চাচা কাজী সৈয়দ আলিম উদ্দিনের বাড়ি মোহনগঞ্জ থানার জালালপুর গ্রামে বেড়াতে যান। সেখানে ধনু নদী পারের এক গ্রামের মোঃ লবু হোসেনের মেয়ে মোছাঃ হামিদা খাতুনের (লাবুশের মা) প্রেমে পড়ে যান তিনি। এই প্রেম নিয়ে তিনি লিখেন “উকিলের মনচোর” নামক একটি গান। তার চাচা এই প্রেমের কথা জানার পর হামিদার বাবা সাধারণ কৃষক হওয়ায় তাকে পরিবার থেকে বাঁধা দেন। তিনি বাড়ি ছেড়ে শ্যামপুর, গাগলাজোর, জৈনপুরে ঘুরে বেড়ান। ১৯১৫ সালে জালালপুর গ্রাম থেকে কয়েক মাইল দূরে মোহনগঞ্জের বরান্তর গ্রামের এক মসজিদে ইমামতি ও আরবি পড়ানোর কাজে নিযুক্ত হন। এই সময়ে ইমামতির পাশাপাশি গজল লিখতেন এবং রাত জেগে তা গাইতেন। এতে বিরক্ত হয়ে এক ব্যক্তি পুলিশের কাছে নালিশ করে। পুলিশ তাকে ধরে নিয়ে যেতে আসলে উকিল পুলিশ নিয়ে গান ধরেন। সে গানে পুলিশ তার নিজের ভিতরে লুকোনো কিছু প্রশ্নের উত্তর খুঁজে পায় এবং পরে কয়েকটি পালাগানের মঞ্চে উকিলের গান শুনে পুলিশ উকিলের মুরিদ হয় যায়। ১৯১৬ সালে হামিদা খাতুনের আগ্রহে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক পুত্র, সাত্তার মুন্সী। (তথ্যসূত্র: উইকিপিডিয়া )

উকিল মুন্সীর গানগুলো সাধনা ও জীবনদর্শনের কথা বলে। তার গানগুলোতে প্রকৃতি, মানুষ এবং সৃষ্টিকর্তার প্রতি অগাধ ভালোবাসা ফুটে ওঠে। তার গানে বৈষ্ণব ও সুফি প্রভাব লক্ষ্য করা যায়। তিনি নিজের জীবনকে সঙ্গীতের মাধ্যমে উৎসর্গ করেছিলেন এবং তার গানের মাধ্যমে দারিদ্র্যপীড়িত গ্রামীণ জীবনের চিত্র অঙ্কন করেছিলেন।

উকিল মুন্সীর উল্লেখযোগ্য জনপ্রিয় গান

– আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়;
– সুয়া চান পাখি
– পুবালি বাতাসে আমি বাদাম দেইখ্যা চাইয়া থাকি, আমার নি কেই আসেরে;
– নবীজির খাশ মহলে’
– হায়রে লুকাইয়া কয়দিন রই’
– বন্ধু বিফলে গেল নব যৌবন’
– সোনা বন্ধুয়া রে এতো দুঃখ দিলে তুই আমারে’
– এসো হে কাঙালের বন্ধু’
– বিদেশী বন্ধুরে রূপ দেখাইয়া’
– ভেবেছিলাম রঙে দিন যাবেরে সুজন নাইয়া’
– ও কঠিন বন্ধুরে……’
– আষাঢ় মাইস্যা ভাসা পানি রে’
– বন্ধু আমার দিনদুনিয়ার ধন-রে’
– সখী গো……….’
– আর কি অলি আমার বসিবে ফুলে’
– আমার শ্যাম শোক পাখি গো’
– প্রাণ সখিগো……..’
– সে যে আড়ালে থাকে, উঁকি দিয়া দেখে’
– পিরিত ও মধুর পিরিত’
– আমার কাংখের কলসী গিয়াছে ভাসি’
– রজনী প্রভাত হল ডাকে কোকিলা’
– কাহার নামে বসবেন খোদা’
– দীন দুনিয়ার বাদশা তুমি, উম্মতের জামিন’

বাংলা চলচ্চিত্রে উকিল মুন্সীর গান

হুমায়ূন আহমেদ উকিল মুন্সীর গানের আবেদন চলচ্চিত্রে খুব দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন, এবং বারী সিদ্দিকী তার কণ্ঠ দিয়ে সেগুলোকে পুনরুজ্জীবিত করেছেন। তার অসাধারণ সুরেলা কণ্ঠ এবং বাঁশির সঙ্গত উকিল মুন্সীর গানের ভাব ও আবেগকে সমৃদ্ধ করেছে।

উকিল মুন্সীর চিহ্ন ধরে

উকিল মুন্সীর জীবনীগ্রন্থ

উকিল মুন্সীর চিহ্ন ধরে গীতিকবি, গায়ক ও সাধক উকিল মুন্সীর জীবনীগ্রন্থ। বইটি লিখেছেন গবেষক ও সাংবাদিক ওয়াহিদ সুজন। প্রকাশনা সংস্থা ঐতিহ্য থেকে বইটি ২০১৫ সালে মে মাসে প্রথম প্রকাশিত হয়, এবং পরে ২০১৬ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়। বইটির ভূমিকা লিখেছেন ফরহাদ মজহার এবং প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ

পরলোক গমন

১৯৭৮ সালের মাঝামাঝিতে উকিল মুন্সীর স্ত্রী হামিদা খাতুন এবং এর কয়েক মাস পর ছেলে সাত্তার মুন্সী মৃত্যুবরণ করেন। সে বছরই তিনি অসুস্থ হয়ে ১২ ডিসেম্বরে মৃত্যুবরণ করেন। নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জৈনপুরে বেতাই নদীর পারে চিরনিদ্রায় শায়িত হন উকিল মুন্সি।

Bari Siddiqui বারী সিদ্দিকী x bfa x fxyz

বাংলার বংশীবাদক বারী সিদ্দিকী: লোকগানের এক অমর অধ্যায়

হুমায়ূন আহমেদের হাত ধরে বারী সিদ্দিকী বাঁশিবাদক থেকে লোকগান এবং আধ্যাত্মিক গানের জন্য পরিচিতি পেয়েছিলেন। বারী সিদ্দিকী সবসময় নিজেকে . . .



 


আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Instagram did not return a 200.
Social media & sharing icons powered by UltimatelySocial
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!