উকিল মুন্সীর উল্লেখযোগ্য জনপ্রিয় গান
– আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধুয়ারে করো তোমার মনে যাহা লয়;
– সুয়া চান পাখি
– পুবালি বাতাসে আমি বাদাম দেইখ্যা চাইয়া থাকি, আমার নি কেই আসেরে;
– নবীজির খাশ মহলে’
– হায়রে লুকাইয়া কয়দিন রই’
– বন্ধু বিফলে গেল নব যৌবন’
– সোনা বন্ধুয়া রে এতো দুঃখ দিলে তুই আমারে’
– এসো হে কাঙালের বন্ধু’
– বিদেশী বন্ধুরে রূপ দেখাইয়া’
– ভেবেছিলাম রঙে দিন যাবেরে সুজন নাইয়া’
– ও কঠিন বন্ধুরে……’
– আষাঢ় মাইস্যা ভাসা পানি রে’
– বন্ধু আমার দিনদুনিয়ার ধন-রে’
– সখী গো……….’
– আর কি অলি আমার বসিবে ফুলে’
– আমার শ্যাম শোক পাখি গো’
– প্রাণ সখিগো……..’
– সে যে আড়ালে থাকে, উঁকি দিয়া দেখে’
– পিরিত ও মধুর পিরিত’
– আমার কাংখের কলসী গিয়াছে ভাসি’
– রজনী প্রভাত হল ডাকে কোকিলা’
– কাহার নামে বসবেন খোদা’
– দীন দুনিয়ার বাদশা তুমি, উম্মতের জামিন’
বাংলা চলচ্চিত্রে উকিল মুন্সীর গান
হুমায়ূন আহমেদ উকিল মুন্সীর গানের আবেদন চলচ্চিত্রে খুব দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন, এবং বারী সিদ্দিকী তার কণ্ঠ দিয়ে সেগুলোকে পুনরুজ্জীবিত করেছেন। তার অসাধারণ সুরেলা কণ্ঠ এবং বাঁশির সঙ্গত উকিল মুন্সীর গানের ভাব ও আবেগকে সমৃদ্ধ করেছে।
উকিল মুন্সীর অনেক গান বাংলা চলচ্চিত্রে সংযোজন হয়েছে। বিশেষত হুমায়ূন আহমেদের সিনেমার মাধ্যমে তিনি এগুলোকে বড় পরিসরে জনপ্রিয় করে তুলেছেন। ১৯৯৯ সালে কথাসাহিত্যিক ও চিত্রনির্মাতা হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় নির্মিত শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে লোককবি ও গায়ক উকিল মুন্সীর কয়েকটি গান ব্যবহার করেন। এর ভিতর শুয়া চান পাখি গানটা সবাইকে গভীর ভাবে স্পর্শ।
এই গানের একটা করুন ইতিহাস আছে, এইটা আসলে “শোয়া চান পাখি”, মানে যে পাখি শুয়া (শুয়ে)আছে ৷ গানটির লেখক “উকিল মুন্সী”।
উকিল মুন্সীর স্ত্রী অসুস্থ ৷ অসুস্থ বৌ ঘরে রাইখাই দূরের গ্রামে গান করতে গেছেন ৷ গানের অনুষ্ঠান চলাকালীন খবর আইলো উনার স্ত্রী মারা গেছেন ৷ দূরের পথ, ফিরতে ফিরতে কয়েকদিন লাগলো ৷ ততদিনে কবর দেয়া হয়া গেছে ৷ গুরু উকিল মুন্সী বাড়ি ফিরা কবরের সামনে বৈসা পড়লেন ৷ সেইখানে বৈসাই গানটা লিখলেন।
লোকশিল্পী মমতাজ ” সুজন বন্ধু রে আরে ও বন্ধু, কোন বা দেশে থাকো, এই দাসীরে কান্দাইয়া রে, কোন দাসীর মন রাখো সুজন বন্ধুরে ” এই গানটি গেয়ে আরো জনপ্রিয় করে তোলেন।


আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা
আরও পড়ুন

তারেক মাসুদ: সিনেমার ফেরিওয়ালা
bdfashion archive
বাংলার বাঘ: শেরেবাংলা এ.কে. ফজলুল হক
bdfashion archive
চন্দ্রাবতী: বাংলা সাহিত্যের প্রথম নারী কবি
rajon ahmed
জীবন্ত কিংবদন্তি বাউল শাহ আবদুল করিম: ভাটি বাংলার মাটির মানুষ
bdfashion archive
শিল্পাচার্য জয়নুল আবেদিন । Zainul Abedin
bdfashion archive