শৈশব: সংগ্রামের হাতেখড়ি
.
দরিদ্র পরিবারের সন্তান শাহ আবদুল করিমের শৈশব কাটে চরম দারিদ্র্যের মধ্যে। পয়সাকড়ির অভাবে পড়াশোনা হয়নি বললেই চলে। অল্প বয়সে গ্রামের মহাজনের বাড়িতে গরু চরানোর কাজ শুরু করেন। ছিলেন মুদির দোকানের কর্মচারীও। এই কঠিন জীবনের মধ্যেই করিমের গানের প্রতি আকর্ষণ তৈরি হয়। সংসারে যখন নুন আনতে পানতা ফুরোয়, তখনও তিনি তার অন্তরের তাগিদে গান গাইতেন।
গ্রামের পথে-প্রান্তরে গানের সুর তুলে শুরু করেন নিজের সঙ্গীতযাত্রা। বয়স ২০ পেরোনোর আগেই তিনি হয়ে ওঠেন ভাটি বাংলার মানুষের প্রিয় শিল্পী। সেই সময় তাঁর গানের কথা ও সুরে প্রতিধ্বনিত হতো মানুষের সুখ-দুঃখ, প্রেম-ভালোবাসা আর জীবনের নানান রঙ।
প্রেম আর প্রেরণার উৎস
.
শাহ আবদুল করিমের গানের অন্যতম প্রেরণা ছিলেন তার স্ত্রী আফতাবুন্নেসা। যাকে তিনি ভালোবেসে ডাকতেন ‘সরলা’। তাদের সম্পর্ক শুধু বৈবাহিক বন্ধন নয়, বরং জীবনের সকল চড়াই-উতরাইয়ে একে অপরের সঙ্গী ছিলেন। সরলার প্রতি তাঁর গভীর প্রেম তার অনেক গানে স্পষ্ট। স্ত্রীকে উদ্দেশ্য করে রচিত গানগুলো যেন একান্ত ব্যক্তিগত প্রেমকাব্য, যা মানবিক অনুভূতির চরম প্রকাশ।
- বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
- আগে কি সুন্দর দিন কাটাইতাম
- গাড়ি চলে না
- রঙ এর দুনিয়া তরে চায় না
- তুমি রাখ কিবা মার
- ঝিলমিল ঝিলমিল করেরে ময়ুরপংখী নাও
- তোমার কি দয়া লাগেনা
- আমি মিনতি করিরে
- তোমারও পিরিতে বন্ধু
- সাহস বিনা হয়না কভু প্রেম
- মোদের কি হবেরে ,
- মানুষ হয়ে তালাশ করলে
- আমি বাংলা মায়ের ছেলে
- আমি কূলহারা কলঙ্কিনী
- কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া
- কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
- রঙ্গিলা বারই রে
- মন মিলে মানুষ মিলে, সময় মিলেনা
- সখী তুরা প্রেম করিওনা
- কাছে নেওনা ,দেখা দেওনা
- মন মজালে,ওরে বাউলা গান
- আমার মাটির পিনজিরাই সোনার ময়নারে
- নতুন প্রেমে মন মজাইয়া
- বসন্ত বাতাসে সইগো
- আইলায় না আইলায় নারে বন্ধু
- মহাজনে বানাইয়াছে ময়ুরপংখী নাও
- আমি তোমার কলের গাড়ি
- সখী কুঞ্জ সাজাও গো
- জিজ্ঞাস করি তোমার কাছে
- যে দুংখ মোর মনে
- হুরু থাকতে,আমরা কত খেইর (খেইল) খেলাইতাম
- হাওয়াই উরে আমার
- গান গাই আমার মনরে বুঝাই
- দুনিয়া মায়ার জালে
- দয়া কর দয়াল তোমার দয়ার বলে
- আগের বাহাদুরি গেল কই
- মন বানদিব কেমনে
- আমার মন উদাসি
- আমি তরে চাইরে বন্ধু
- কাঙ্গালে কি পাইব তোমারে
- বন্ধুরে কই পাব
- এখন ভাবিলে কি হবে
- আসি বলে গেল বন্ধু আইলনা
- আমি কি করি উপায়
- প্রান বন্ধু আসিতে কত দুরে
- বন্ধু ত আইলনাগু সখী
- আমি গান গাইতে পারিনা
- খুজিয়া পাইলাম নারে বন্ধু
- ভব সাগরের নাইয়া
আপনার একটি শেয়ার এবং মন্তব্য আমাদের জন্য অনুপ্রেরণা ❤️
তথ্যসূত্র: উইকিপিডিয়া, জাগোনিউজ২৪.কম, চ্যানেল আই অনলাইন, sunamganj.gov.bd,

তারেক মাসুদ: সিনেমার ফেরিওয়ালা
bdfashion archive
বাংলার বাঘ: শেরেবাংলা এ.কে. ফজলুল হক
bdfashion archive
চন্দ্রাবতী: বাংলা সাহিত্যের প্রথম নারী কবি
bdfashion archive
জীবন্ত কিংবদন্তি বাউল শাহ আবদুল করিম: ভাটি বাংলার মাটির মানুষ
bdfashion archive
শিল্পাচার্য জয়নুল আবেদিন । Zainul Abedin
bdfashion archive


