‘ সাসটেইনেবল ফ্যাশন ’ টার্মটি শুনে মনে হতে পারে, জামাকাপড় কি ভাবে অনেক দিন ধরে টিকিয়ে রাখা যায় তা থেকেই এই ধারণার উদ্ভব। আসলে, ‘সাসটেইনেবল ফ্যাশন’ হল , কিছু শর্তাবলীর ভিতর দিয়ে যাওয়া এমন একটি প্রক্রিয়া, যা একই সাথে পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাবকে কমিয়ে আনবে সাথে সাথে সমাজের উপকার এবং শিল্পের বিস্তার লাভ করবে ।
সাসটেইনেবল ফ্যাশন হল ফ্যাশন শিল্পকে টেকসই করার আন্দোলন
ফ্যাশন শিল্পকে টেকসই করার আন্দোলনের উল্লেখযোগ্য শর্তাবলী গুলো হল
- পরিবেশবান্ধব | Eco-friendly
- জৈব চাষ | Organic farming
- অপচয় রোধ এবং তা পুনর্ব্যবহার | Prevention and recycling of waste
- নৈতিকভাবে সঠিক এবং গ্রহণযোগ্য | Ethically right and acceptable
- গ্রাহকের সাথে প্রক্রিয়া গুলো স্বচ্ছতা থাকা | The transparency of the process with the customer
- সমাজনিষ্ঠ | Socialist
- ন্যায্য মজুরি নিশ্চিত করে | Ensures fair wages
- শিশুশ্রম বন্ধ | STOP Child labor
- শ্রমিকদের মৌলিক মানবাধিকার | Workers’ basic human rights
- কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করা | Follow health and safety measures in the workplace
এই সমস্ত পদক্ষেপ থাকলেই ফ্যাশন শিল্পকে টেকসই করে তুলতে পারে ।

রিসাইক্লিং | recycling
পরিত্যক্ত বা পুরানো জিনিসপত্র কাজে লাগিয়ে নতুন ও ব্যবহারযোগ্য জিনিসপত্র তৈরি করাই রিসাইক্লিং। এটা এমন নয় যে সেই পুরানো জিনিসটি তৈরী হয়েছে সাসটেইনেবল প্রক্রিয়ার ভিতর দিয়ে বরং নতুন পন্যটি যে উদ্দেশ্যে ব্যবহার করা হবে সেটা আর নতুন করে তৈরী করতে হচ্ছে না । সেটাই সাসটেইনেবিলিটি
আপসাইক্লিং | upcycling
পরিত্যক্ত বা পুরানো জিনিস এর পুনর্ব্যবহার-ই হলো আপসাইক্লিং । অর্থাৎ পন্যটির দ্বিতীয় জীবন দান হলো আপসাইক্লিং । প্রয়োজন, একটু গন্ডির বাইরে চিন্তা করা, পুরানোকে নতুন করে দেখতে শেখা । যা পুরানো পন্যটি আগের তুলনায় আরও ব্যবহারিক, মুল্যবান এবং সুন্দর হয়ে উঠতে পারে ।


আপসাইক্লিং এর উদাহরণ
শাড়ির কিচ্ছা |UPCYCLING |SUSTAINABLE FASHION

#UPCYCLING #SUSTAINABLEFASHION #ecofriendly #enviornmet #saree #Blue #katan #tasel #bedcover #dopatta #pattern #fashion #trend #ethnic #tradition #culture #bangaldesh #bangaldeshfashionarchive #বাংলাদেশ #fashionarchive #archive #BFA #FXYZ
তথ্যসূত্র : www.home.sandvik/en/stories/sustainability
www.fibre2fashion.com
Graphic : FXYZ
Picture source : Internet