কবি সুফিয়া কামাল | জননী সাহসিকা
আজ জননী সাহসিকা কবি সুফিয়া কামাল এর চব্বিশতম প্রয়াণ দিবস। প্রয়াত হয়েছিলেন ১৯৯৯ সালের ২০ নভেম্বর। তাঁর নামের সঙ্গে প্রথম পরিচয় মা-নানীদের মুখে শুনে শুনে।
আজ জননী সাহসিকা কবি সুফিয়া কামাল এর চব্বিশতম প্রয়াণ দিবস। প্রয়াত হয়েছিলেন ১৯৯৯ সালের ২০ নভেম্বর। তাঁর নামের সঙ্গে প্রথম পরিচয় মা-নানীদের মুখে শুনে শুনে।
শীতল পাটি একই সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও লোকশিল্প। এটি সিলেটের ঐতিহ্যবাহী একটি শিল্প। মুরতা নামে একধরনের ঝোপজাতীয় গাছের বেত দিয়ে তৈরি হয়।
১৯৯৭-৯৮ সালে জহির উদ্দিনের সঙ্গে অনেক দেখা হয় শিল্পাঙ্গনে। কিন্তু পরিচয় হয়ে ওঠেনি। ১৯৯৯ সালে শিল্পী রুহুল আমিন কাজল জার্মান কালচারাল সেন্টারের ছাদ আড্ডায় পরিচয় করিয়ে দেন জহির উদ্দিনের সঙ্গে। সেখানেই তিনি আমাকে প্যাস্টেলে একটি ফুলের ড্রইং করে দেন।
সেই নব্বইয়ের উত্তাল সময়ে তারা পার করে বেড়িয়েছেন। ১৯৯০ সালে যোগ দেন গ্যালারি শিল্পাঙ্গনে। সেখানে ১০ বছর দায়িত্ব পালন শেষে ২০০০ সালে নিজেই গড়েন চিত্রক। মাঝখানে দুই বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র চারুকলা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।