The traditional stiffening- re-starched method জামদানি শাড়ি কিভাবে কাটা করা হয় x bfa x fxyz

জামদানি শাড়ি কিভাবে কাটা করা হয়?

জামদানি বানানোর সময় তাঁতিরা সুতাতে মাড় ব্যবহার করে। শাড়ি কয়েকবার পরার পর সেই মাড় গুলো নষ্ট হয়ে যায় বলে শাড়িটা নরম হয়ে যায় ।  কাটা করা মানে হলো শাড়ি টি কোন এক

জামদানি শাড়ি কাটা করা

পুরোনো শাড়ির নবজন্ম

The traditional stiffening/re-starched method

জামদানি বুননের প্রতিটি ধাপে যেমন মেধা, কৌশল ও যত্ন লাগে, তেমনি মাড় দেওয়া ও কাটা করা এই শিল্পেরই গুরুত্বপূর্ণ অংশ। সুতা রঙ করার পর প্রথমবার মাড় দেওয়া হয়, এবং পরে কাপড় বোনার সময় ও ব্যবহার-পরবর্তী যত্নেও মাড় দেওয়া হয়। কাটা করাকে তাই বলা যায় জামদানি জীবনের একটি নবজাগরণ।

jamdani জামদানি
Jamdani saree care: The traditional stiffening/re-starched method

জামদানি শাড়ি কিভাবে কাটা করা হয়?

জামদানি শুধু একটি শাড়ি নয়, এটি একেকটি তাঁতের উপর বোনা ইতিহাস। কিন্তু সময়ের ব্যবধানে, বহু যত্নেও জামদানির বুনন কাঠামো কিছুটা নরম ও ফ্যাকাশে হয়ে পড়ে। বিশেষ করে বুননের সময় সুতায় ও কাপড়ে যে মাড় দেওয়া হয়, তা কয়েকবার ব্যবহারের পর ধুয়ে যেতে থাকে। তখনই দরকার পড়ে “কাটা করা” নামক এক অনন্য যত্ন-প্রক্রিয়ার—যার মাধ্যমে একটি ব্যবহৃত জামদানি ফিরে পায় তার পূর্বের জৌলুস, দৃঢ়তা এবং গঠন।

“কাটা করা” বলতে বোঝানো হয় শাড়িটিকে বিশেষ ফ্রেমে বসিয়ে আবার নতুন করে মাড় প্রয়োগ করা, যাতে তা আগের মতো শক্ত, পরিপাটি ও ঘন বুননের ছন্দে ফিরে আসে। এটি শুধু পরিচর্যা নয়—এ একধরনের সংরক্ষণশিল্প, যার মাধ্যমে একটি পুরোনো জামদানি আবার হয়ে ওঠে পরার উপযোগী, প্রায় নতুনের মতো।

জামদানি শাড়ি কাটা করা


তথ্যসূত্র
prothomalo.com/ঢাকাই-জামদানির-রঙিন-ভুবন
bbc.com/bengali
bn.wikipedia.org
চিত্রসূত্র : বিপুল হোসেন
গ্রাফিক্স : ফায়জী হাসান


স্বীকৃতি


২০১৩ সালে জামদানী বয়নের অতুলনীয় পদ্ধতি ইউনেস্কো কর্তৃক একটি অনন্যসাধারণ নির্বস্তুক সংস্কৃতিক ঐতিহ্য (ইনট্যানজিবল কালচারাল হেরিটেইজ) হিসেবে স্বীকৃত হয়েছে ।

ঐতিহ্যবাহী নকশা ও বুননের কারণে ২০১৬ সালে জামদানিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।

জামদানি শাড়ি গ্যালারি

PICTURE OF JAMDANI SAREE



জামদানি সম্পর্কে বিস্তারিত

আলাদা আলাদা করে বর্ণনা দেয়া আছে। বিস্তারিত জানতে ক্লিক করুন লিংকে –

JAMDANI | SOURCE OF THE DESIGN

কারও কারও মতে, জামদানির নকশায় ইরান, ইরাক ও তুর্কি কার্পেট ও লৌকিক নকশার ছাপ রয়েছে। কারও কারও মতে, জামদানির নকশা একান্তভাবে বাংলার তাঁতিদের সৃজনশীলতা পরিচায়ক।

জামদানি বুনন এর কৌশল ও প্রক্রিয়া

জামদানি বুনন এর কৌশল ও প্রক্রিয়া

ওস্তাদ ভরনার সুতা মাকুর সাহায্যে সাগরেদ এর দিকে চালান দেয় এরপর ‘দোপ্তি ’ টেনে কান্ডুর দয়ে  নিখুঁত ভাবে ঘুরিয়ে জামদানির মুল নকশা তোলা হয় ।

tools of jamdani weaving

জামদানি তৈরিতে প্রয়োজনীয় সরঞ্জাম

‘জামদানি’ হচ্ছে বিশেষ ভূগোল ও পরিবেশে শিল্প চর্চার বিশেষ একটি ধরণ যার মাধ্যমে একজন তাঁতি  সুতা , রং , মাকু , কান্ডুর এবং তাঁত এর মাধ্যমে নৈপুণ্য শিল্প তৈরী করে ।

জামদানি তৈরির বিভিন্ন স্তর

জামদানি তৈরির বিভিন্ন স্তর

‘এই শিল্প উৎপাদনের সাথে শুধু তাঁতিই নয়, জামদানি তৈরির প্রতিটি স্তরে যুক্ত আছে বিভিন্ন ঘরাণার মানুষ।

জামদানি শাড়ি বিভিন্ন ধরণ

জামদানি শাড়ি বিভিন্ন ধরণ

কাউন্ট দিয়ে সুতার মান বোঝানো হয়ে থাকে । যে সুতার কাউন্ট যত বেশি, সেই সুতা তত চিকন হয়ে থাকে ।জামদানি শাড়ির সুতার কাউন্ট সাধারনত ৩২ থেকে ২৫০ কাউন্টের হয়ে থাকে । 

how to recognize jamdani

আসল জামদানি শাড়ি চেনার উপায়

জামদানি বুননে মুলত  প্রতিটি নকশার  সুতা  ঘুরিয়ে ঘুরিয়ে নকশা তোলা হয় । যার ফলে  সুতার কোন অংশ বের হয়ে থাকে না। এ কারণে জামদানি নকশায় দুই দিকেই ফুটে উঠে ।

jamdani tate bosar dua

তাঁতে বসার দোয়া

এ কালের শ্রেষ্ঠ জামদানি ওস্তাদ হিসাবে স্বীকৃত হাজি কফিল উদ্দিন ভূঁইয়া ভাষ্যমতে, বালক বয়সে তাঁতে বসার আগে তিনি যে দোয়াটি পাঠ করতেন, তা হিন্দু দেবতা বিশ্বকর্মার উদ্দেশ্যে , দেবতা হিসাবে নয় বরং গুরু ধার্যে ।

জামদানি শাড়ি কাটা করা

জামদানি বানানোর সময় তাঁতিরা সুতাতে মাড় ব্যবহার করে। শাড়ি কয়েকবার পরার পর সেই মাড় গুলো নষ্ট হয়ে যায় বলে শাড়িটা নরম হয়ে যায়।

jamdani markteplace

জামদানি হাট

তাতিঁরা হাত উচিয়ে যখন  শাড়ি  ধরেন তখনই জানান দেয় জামদানি শাড়ির অবস্থান কতটা উঁচুতে।  

jamdani motif preservation

জামদানি নকশা সংরক্ষণ

ঐতিহ্যবাহী নকশা ও বুননের কারণে ২০১৬ সালে জামদানিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।


September 18, 2024
মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের বাড়ি, সংস্কৃতির একটি প্রতীক x bfa x fxyz

মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের বাড়ি, সংস্কৃতির একটি প্রতীক

bdfashion archive
মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের বাড়ি শুধুমাত্র স্থাপত্য নয়, বরং আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার একটি অংশ।…
September 18, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Instagram did not return a 200.
Social media & sharing icons powered by UltimatelySocial
error

Your share and comment are an inspiration to us

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Copy link
URL has been copied successfully!