বাঙালির অন্যতম বড় উৎসব পহেলা বৈশাখ, এলেই ঘরে ঘরে শুরু হয়ে যায় উৎসবের মাতন আর সুরের আন্দোলন, বাসন্তী রং শাড়ি পড়ে সুন্দরী ললনাদের মেলায় ঘুরতে যাওয়ার উপক্রম, রমনা বটমূলের গান আর প্রখর রোদ উপেক্ষা করে রাজপথ জুড়ে প্রাণবন্ত সব তরুণ-তরুণীদের ভিড়; ধুলো পড়া অতীত পেছনে ফেলে নতুন বছরকে বরণ করে নেবে বাঙালি। নতুন স্বপ্ন বুনবে বাংলার কৃষক। নতুন হালখাতা খুলবে ব্যবসায়ীরা। বর্ষবরণ উপলক্ষে নতুন পোশাক পরার প্রচলন ঢাকায় প্রথম আশির দশকে শুরু হলেও পহেলা বৈশাখের পোশাকের ধারায় ব্যাপক পরিবর্তন ঘটে ২০০০ -এর পর থেকে। বিভন্ন ফ্যাশন হাউজ এবং ডিজাইনাররা পোশাকে লোকজ মটিফ, বাংলার ঐতিহ্য ফুটিয়ে তোলে বিভিন্ন আঙ্গিকে যা এ উৎসবের সাথে, নতুন পোশাকের ব্যাপকতা লাভ করে । এখানে দেশীয় ফ্যাশন হাউজগুলোর পোশাকে বৈশাখ | BAISHAKH COLLECTION 2024 এর কিছু নমুনা দেয়া হল ।
প্রতি বছরই বৈশাখ ঘুরেফিরে আসে, আর সেইসাথে ফ্যাশনটাও এক চক্কর লাগায়। নতুনত্ব এলেও বৈশাখী ফ্যাশনে কিছু বিষয় রয়ে যায় একেবারে অপরিবর্তনীয়, চিরাচরিত। বাংলা নববর্ষে লাল-সাদা শাড়ি না পরে বাঙালি নারীর নাকি বর্ষবরণ সম্পন্ন হয় না। আর পুরুষের গায়ে জড়ানো লাগে রঙমিলান্তি পাঞ্জাবি। তাতে থাকে ফুল, নকশি, পাখি-হাতি ইত্যাদি বিভিন্ন মোটিফ। অনেকেই এখন ব্লকপ্রিন্টের বা হ্যান্ডপেইন্টিংয়ের পাঞ্জাবি বেশি পছন্দ করছেন। শাড়ির আঁচলে যেমন করে তুলিতে আঁকা হয় বাঙালি শিল্প-সংস্কৃতির ছবি, তেমনি ফতুয়া বা পাঞ্জাবি গায়ে চড়িয়ে পুরুষেরাও সকলকে জানিয়ে দেন তাদের বাঙালি নিজস্বতার পরিচয়। অনেকে আবার এই সময়টাতে গ্রাম-বাংলার পোশাকের দিকেও ঝোঁকেন; কেউ পরে ফেলেন লুঙ্গি, তো কেউ নিজের করে নেন বিলুপ্তপ্রায় ধুতিকে। যে ঐতিহ্যের চর্চা সারা বছর ধরে খুব একটা করা হয় না, তাই যেন ফিরে আসে ফ্যাশনের ছুতোয়, এইসব বিশেষ দিনে– বাঙালির উৎসবের পোশাকে।
বৈশাখী পোশাক শুধুই পোশাক নয়, আমাদের ঐতিহ্যের বাহক-ও বটে ।
তথ্যগুলো আরো সমৃদ্ধ করার জন্য সবার সহযোগিতা কামনা করছি –
A
Aarong
BAISHAKHI COLLECTION 2024 | Shop online: www.aarong.com



Aranya
BAISHAKHI COLLECTION 2024 | Shop online: https://rb.gy/lgya68



B
BAISHAKHI COLLECTION 2024 | Shop online: www.bishworang.com.bd



J
BAISHAKHI COLLECTION 2024



L
BAISHAKHI COLLECTION 2024 | Shop online: tinyurl.com/baskh24



Q
BAISHAKHI COLLECTION 2024 | Shop online: ttps://qriusbd.com/



