প্রাইড লিমিটেডের ২৫ বছর পূর্তিতে ১৫ জন নারীকে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য সম্মাননা প্রদান করে। রাজধানীর রেডিসন হোটেলে তাদের ২৫ বছর পূর্তি উদযাপন করে ।
প্রাইড লিমিটেডের তিনটি ইউনিক প্রাইড কালেকশন ‘সিগনেচার কালেকসন’, ‘প্রাইড গার্লস’, এবং ‘এথনিক মেন’ বিশেষ অতিথিদের সামনে ফ্যাশন রানওয়েতে মঞ্চস্থ করা হয়। এই সন্ধ্যায়, প্রাইড ১৫ জন বিশেষ নারীদের বাংলাদেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য স্বীকৃতি প্রদান করে। প্রাইড লিমিটেড তাদের অনন্য অবদানের জন্য ‘প্রাইড অফ বাংলাদেশ’ নামক সম্মাননা প্রদান করে।
উপস্থিত ছিলেন প্রাইড গ্রুপের প্রধান তিন ডিরেক্টর- মোহাম্মদ আব্দুল মোয়ীদ, ড. মোহাম্মদ আব্দুল মোয়ীন এবং মোহাম্মদ আব্দুল মোমেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এর প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম ।
প্রাইড লিমিটেডের ২৫ বছর পূর্তি
স্বীকৃতপ্রাপ্তদের তালিকা

১. গীতিআরা সাফিয়া চৌধুরী, চেয়ারপারসন, এডকম লিমিটেড
২. সোনিয়া বশির কবির, ব্যবস্থাপনা পরিচালক, মাইক্রোসফট বাংলাদেশ
৩. ডঃ সানিয়া আহসান, চিকিৎসক
৪. সাদাফ সায সিদ্দিকী, সাংস্কৃতিক কর্মী
৫. তাহমিনা রাহমান, গলফ খেলোয়াড়
৬. জারা জাবীন মাহবুব, সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট, হেড অফ কমিউনিকেশন এবং সার্ভিস কোয়ালিটি, ব্র্যাক ব্যাংক লিমিটেড
৭. রুনা খান, সামাজিক উদ্যোক্তা, ফ্রেন্ডশিপ এনজিও
৮. ঈশিতা আজাদ, কমিউনিকেশন স্পেশালিস্ট এবং আর্ট অর্গেনাইজার
৯. সাবরিনা শহীদ, প্রধান শিক্ষিকা, স্যার জন উয়িলসন স্কুল
১০. মিতা চৌধুরী, বহুমুখী এবং বহুল প্রশংসিত অভিনেত্রী
১১. মুনিজ মঞ্জুর, লেখক এবং শিক্ষক, সানবিম স্কুল
১২. নাদিয়া সাদমানি, সহ-প্রতিষ্ঠাতা এবং সভাপতি, সাদমানী আর্ট ফাউন্ডেশন
১৩. নাহিদ ওসমান, সেলিব্রিটি শেফ
১৪. নাজিয়া আন্দালীব প্রিমা, ভিজুয়াল আর্টিস্ট
১৫. সাবরিনা ইসলাম, উদ্যোক্তা, ব্যবস্থাপনা পরিচালক, লিলি এপারেল লিমিটেড
তথ্যসূত্র : ইত্তেফাক/এমএইচ