ক্যানভাসে মূল বিষয় মানুষ ও তার পারিপার্শ্বিক। মানুষের জীবনের সাধারণ ও সাদামাটা ঘটনা নির্বাচন করেই তিনি ছবির পটভূমি তৈরি করেন। বর্তমানে তার ছবির বিষয়বস্তু সংবাদপত্র। সংবাদপত্রের দৃশ্যগত, কাঠামোগত ও যোগাযোগের উপাদানগুলিই তিনি ক্যানভাসে তুলে আনছেন নিজস্বতা দিয়ে।
শিল্পী তাসাদ্দুক হোসেন দুলু -র জন্ম ১৯৭০ সাল, নোয়াখালি। তিনি চট্রগ্রাম সরকারি চারুকলা কলেজ থেকে প্রি-ডিগ্রি সম্পন্ন করেন ১৯৮৯ সালে। স্নাতক এবং মাস্টার্স করেছেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগ থেকে। তিনি মাস্টার্স করেন ১৯৯৩ সালে।
শিল্পী তাসাদ্দুক হোসেন দুলু
কর্মজীবন
বর্তমানে বেসরকারি উন্নয়ণ সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এ কর্মরত। সেখানে আছেন ২৩ বছর ধরে। চট্রগ্রামে বসবাস করলেও কাজের গতির কারনে সেন্ট্রালের সঙ্গে যোগাযোগ তাঁর শক্ত ।
পুরস্কার ও সম্মানণা
বার্জার, তরুণ জাতীয়, জাতীয় চারুকলা পুরস্কার অর্জন করেছেন, কোনোটা একাধিকবার। ২০১০ সালে পেয়েছেন ১৪ তম এশিয়ান বিয়েনালে সম্মানসূচক পুরস্কার।
ক্যানভাস
তার ক্যানভাসে মূল বিষয় মানুষ ও তার পারিপার্শ্বিক। মানুষের জীবনের সাধারণ ও সাদামাটা ঘটনা নির্বাচন করেই তিনি ছবির পটভূমি তৈরি করেন। বর্তমানে তার ছবির বিষয়বস্তু সংবাদপত্র। সংবাদপত্রের দৃশ্যগত, কাঠামোগত ও যোগাযোগের উপাদানগুলিই তিনি ক্যানভাসে তুলে আনছেন নিজস্বতা দিয়ে।
তাসাদ্দুক হোসেন দুলুর কাজের সঙ্গে পরিচয় অনেক আগে। তার সঙ্গে প্রথম দেখা হয় ২০০৬ সালে বেঙ্গল আর্ট ক্যাম্পে। তার সাধারণ বিষয় নিয়ে অসাধারণ কাজ মুগ্ধ হওয়ার মতই। ঢাকার বাইরে থেকে কাজের মাধ্যমে এত বেশি সাউন্ড কমই দেখেছি। কাজটা আসলে সহজও নয়। সেটাই রপ্ত করেছেন তসাদ্দুক হোসেন দুলু।
শিল্পী তাসাদ্দুক হোসেন দুলু| সংগ্রাহক : মোহাম্মদ আসাদ