করোনার প্রাদুরভাব সময় এব্ং সুযোগ অফুরন্ত। এর মাঝে আলমারিতে তুলে রাখা শাড়িগুলো বের করে দেখতে একদিকে যেমন স্মৃতিচারণ, অন্যদিকে কি বোঝা মনে হচ্ছে ? তার উপর সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করতে গিয়ে শপিং মলে যাওয়াটা রিস্ক । কিন্তু কিছূ দিন পর ঈদ তার উপর একঘেয়েমি ভাব। এসবের ভিতর নিজেকে চাঙ্গা করে নিন। হয়ে যান ডিজাইনার। আসছে ঈদে নিজেকে এবং অন্দরমহল সাজিয়ে নিন নিজের মত করে। ” শাড়ির কিচ্ছা “-য় থাকলো কিছু টিপস
” শাড়ির কিচ্ছা “-য় থাকলো কিছু টিপস


দোপাট্টা
শাড়ির আচঁলের অংশ থেকে শুরু করে ২.৫ গজ / ৯০ ইঞ্চি পরিমান কেটে বানিয়ে ফেলতে পারেন । এক পাশে থাকবে শাড়ির আঁচলের অংশ অন্য পাশে সৌন্দর্য বাড়াতে শাড়ির পাড় কেটে সেলাই করে ফিনিশিং দিয়ে নিতে পারেন। দুই আচলে থাকতে পারে হাতে বানানো টাসেল ।

প্যান্ট
শাড়ির জমিনের অংশ থেকে হবে প্যান্ট । লাগবে ১.৫ গজ/ ৫৪ ইঞ্চি পরিমান । সৌন্দর্য বাড়াতে মুহরীতে প্যাচ আকারে বসিয়ে নিতে পারেন শাড়ির পাড়ের অংশ । দিতে পারেন কন্ট্রাস্ট পাইপিং ।

জানালার পর্দা
প্যান্ট কিংবা দোপাট্টা না বানাতে চাচ্ছেন না ! শাড়ি কেটে বানিয়ে ফেলুন জানালার পর্দা । বসার ঘরের নিয়ে আসবে ভিন্নতা । লাগবে ২.৫ গজ /৯০ইঞ্চি এক একটি বানাতে ।
আঁচল কেটে প্যাচ আকারে বসাতে পারেন নিচের কিংবা উপরের অংশে । পেলমেট এর দুই পাশে ঝুলিয়ে দিন হাতের তৈরী বাহারি টাসেল ।
বেড কভার
পুরোনো বেড কভার , আর কত !
শাড়ির পাড় কেটে প্যাচ আকারে কিংবা বেড কভার এর চারপাশে জয়েনিং দিয়ে নিয়ে আসতে পারেন নতুনত্ব । চাইলে পুরো শাড়ি জয়েনিং দিয়ে বানিয়ে ফেলুন নুতন বেড কভার ।
বটুয়া
কোথাও বের হওয়া হচ্ছে না । জুয়েলারি গুলো আলমারি বন্দি । শাড়ির বেঁচে যাওয়া অংশ দিয়ে বানিয়ে ফেলুন জুয়েলারি মাপের ছোট ছোট বটুয়া ।
কিছূটা হলেও একঘেয়েমি কেটে যাবে । সাথে বাড়বে আলমারি সৌন্দর্য ।
টেবিল রানার
সৌখিনতাই প্রকাশ করছে তা নয়, খাবার পরিবেশনেও ভিন্নতা এনে দিবে । শাড়ির টুকড়ো দিয়ে বানিয়ে ফেলুন আপনার খাবার টেবিল এর সুবিধা মত । সাথে বানাতে পারেন প্লেসম্যাটও ।
কুশন কাভার
বড় বড় জিনিস নিয়ে মাথা ঘামাতে গিয়ে ছোট ছোট জিনিস নজর এড়িয়ে গেলে চলবে ! বসার ঘরের কিছুটা ভিন্নতা নিয়ে আসুন ।
শাড়ির টুকরো গুলো প্যাচ আকারে বসিয়ে দিতে পারেন পুরানো কুশন কাভারে । কিংবা টাসেল বানিয়েও দিতে পারেন ।
আরও পড়ুন
হুডি গ্যাং: এই শীতে স্টাইলকে করুন রিসেট!
শীতে ফ্ল্যানেল শার্ট: এক পোশাকে আধুনিকতা ও ঐতিহ্য
লেয়ারিং জ্যাকেট: লেয়ার আপ করুন, স্টাইল চার্টে শীর্ষে থাকুন
ক্লাসিক থেকে ট্রেন্ডি: কর্ডুরয় শার্টের গল্প
৯০-এর স্টাইলে ফিরে আসা: ক্রু শকস্
ভ্রমণের ফ্যাশন: কোথাও ঘুরতে গেলে কী পরা উচিত?
#UPCYCLING #SUSTAINABLEFASHION #ecofriendly #enviornmet #saree #Blue #katan #tasel #bedcover #dopatta #pattern #fashion #trend #ethnic #tradition #culture #bangaldesh #bangaldeshfashionarchive #বাংলাদেশ #fashionarchive #archive #BFA #FXYZ # শাড়ির কিচ্ছা
Picture source : internet
Graphic : FXYZ






