শিল্পী নিসার হেসেন nisar hossain

শিল্পী নিসার হোসেন | NISAR HOSSAIN

ক্যানভাসে তাঁর বিষয় একাত্তরে সেই বর্বর হানাদার ও তাদের সহায়তাকারী জানোয়ারের মুখ। যারা পশুর মত হয়ে ক্ষতবিক্ষত করেছে বাঙালিদেরকে। এর বাইরেও তিনি আমাদের লোকশিল্প নিয়ে গবেষণা করে চলেছেন। বিশেষ করে গাজীর পট ও সরাচিত্র নিয়ে তাঁর অনেকগুলো প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

শিল্পী নিসার হোসেনের জন্ম ১৯৬১ সালের ২০ ফেব্রুয়ারি, ঢাকা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট (বর্তমান চারুকলা অনুষদ) থেকে স্নাতক ১৯৮১ সালে। ১৯৮২ সালে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে। এক বছর পড়ার পর বৃত্তি নিয়ে চলে যান শান্তিনিকেতনে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন ১৯৮৫ সালে। স্নাতক শেষ করার পর এক বছর এবং মাস্টার্স শেষ করে ফিরে এসে এক বছর কাজ করেছেন বরেণ্য শিল্পী রশিদ চৌধুরির সঙ্গে।

শিল্পী নিসার হেসেন

কর্মজীবন

তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৩ সালে ডিন নির্বাচিত হয়েছেন। তিন-টার্ম হয়ে গেল, এখনও ডিনের দায়িত্ব পালন করে চলেছেন।

ক্যানভাস

ক্যানভাসে তাঁর বিষয় একাত্তরে সেই বর্বর হানাদার ও তাদের সহায়তাকারী জানোয়ারের মুখ। যারা পশুর মত হয়ে ক্ষতবিক্ষত করেছে বাঙালিদেরকে। এর বাইরেও তিনি আমাদের লোকশিল্প নিয়ে গবেষণা করে চলেছেন। বিশেষ করে গাজীর পট ও সরাচিত্র নিয়ে তাঁর অনেকগুলো প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

ফটো জার্নালিস্ট মোহাম্মদ আসাদ এর ডায়েরি থেকে

১৯৯৯ সালে নিসার হোসেনের সঙ্গে দেখা করতে যাই তাঁর ডিপার্টমেন্টে। তখনও তিনি এসে পৌছাননি। বাহিরে দাড়িয়ে অপেক্ষায় রইলাম। তিনি আসতেই বাহিরে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম। একটু ছবি এঁকে দিয়েছিলেন বাহিরে দাঁড়িয়েই।

শিল্পী নিসার হেসেন
শিল্পী নিসার হোসেন |  সংগ্রাহক : মোহাম্মদ আসাদ
শিল্পী নিসার হেসেন

শিল্পী নিসার হোসেন

আলোকচিত্রটি ১৯৯৯ সালে তোলা

আলোকচিত্রী : মোহাম্মদ আসাদ

artist nisar hossain

আলোকচিত্রী : মোহাম্মদ আসাদ

শুভ জন্মদিন

শিল্পী নিসার হোসেন

শিল্পী নিসার হেসেন nisar hossain birthday x fxyz

Facebook থেকে নেয়া :

মন্তব্য করেন | 

Mahmuda Begum

শিল্পী নিসাব হোসেন…. আমাদেরই ছোট ভাই….. তার বাবা শ্রদ্ধেয় শিল্পী ইমদাদ হোসেন আমার চাকুরী জীবনের প্রথম পথ উপদর্শক ও গুরু।তেমনি শিল্পী নিসার হোসেনও তার বাবার মতো বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী।শিল্পী নিসার হোসেন এর জন্য সর্বময় শুভকামনা রইলো।

মন্তব্য করেন | Ahmed Alauddin

নেসার হসেনী বাংলাদেশ টেলিভিশনের চীফ ডিজাইনার এমদাদ হোসেন সাহেবের সুযোগ্য পুত্র। তাকে আমার আন্তরিক অভিনন্দন।

মন্তব্য করেন | Golam Haider

শিল্পী নেসার হোসেন একজন প্রকৃতি প্রেমীও বটে। আমর জানামতে উনার রয়েছে ক্যাকটাসের বড় সংগ্রহশালা।শিল্পীর প্রতি শ্রদ্ধা।

মন্তব্য করেন | Taeb Millat Hossain

তিনি আপাদমস্তক একজন শিল্পী। শুভ কামনা।

মন্তব্য করেন | Sushanta Adhikary

শিল্পী নিসার হোসেন ও দক্ষ আলোকচিত্রী আসাদ সাহেব উভয়ের জন্য শুভকামনা নিরন্তর।

মন্তব্য করেন |Ranjit Kumar Dutta

আমার পরিচিত এক সাধুর‌ মত দেখতে। প্রণাম আমার

শিল্পী নিসার হেসেন এর সাক্ষাৎকার :

সূত্র : প্রথম আলো

যে কারণে ১৬ বছর পর নিসার হোসেনের প্রদর্শনী


আরও পড়ুন


BFA

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

আপনার একটি শেয়ার আমাদের জন্য অনুপ্রেরণা

X (Twitter)
Post on X
Pinterest
fb-share-icon
Instagram
FbMessenger
Open chat
1
Scan the code
Hello
How can i help you?
Skip to content