অভিযান : হামহাম ঝর্ণা | hum hum waterfall
দুচোখের সামনে ভেসে উঠবে পাহাড় থেকে ধোঁয়ার মতো ঘন কুয়াশা ভেসে উঠার অপূর্ব দৃশ্য। এভাবেই হাঁটতে হাঁটতে একসময় জলপ্রপাতের কাছাকাছি চলে যাই আর গিরিপথ পাড়ি দিয়ে পাহাড়ের পাদদেশ ধরে কিছু দূর গেলেই শুনতে পাই হামহাম জলপ্রপাতের শব্দ।