সাংবাদিক আনিস আলমগীর জন্ম চট্টগ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক আনিস আলমগীর সাংবাদিকতার পাশাপাশি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ের শিক্ষক হিসেবে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাঠদান করে আসছেন।
দৈনিক দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি আরটিভি ও বৈশাখী টিভির বার্তা প্রধান এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন। তাছাড়া দৈনিক আজকের কাগজ এবং ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার কূটনৈতিক রিপোর্টারের দায়িত্বও পালন করেছেন।
তার ফেসবুক প্রফাইল থেকে নেয়া ছবিগুলো ১৯৯৪/৯৫ সালের একটি সাপ্তাহিক ম্যাগাজিন রোববার এর ঈদ সংখ্যায় প্রকাশিত মডেলিং এর। সহ মডেল ছিলেন ইসরাক হোসাইন আনিতা এবং তানিয়া মাহবুব তিন্নি ( প্রতিভাবান মডেল তিন্নিকে ২০০২ সালে হত্যা করা হয়েছিল)
সাংবাদিক আনিস আলমগীর এর অফিসিয়াল ফেসবুক প্রফাইল লিঙ্ক : Anis Alamgir
রোববার ম্যাগাজিনের ঈদ সংখ্যা
সন ১৯৯৪/৯৫
মডেল : আনিস আলমগীর এবং ইসরাক হোসাইন আনিতা
রোববার ম্যাগাজিনের ঈদ সংখ্যা
সন ১৯৯৪/৯৫
মডেল : আনিস আলমগীর এবং তানিয়া মাহবুব তিন্নি